পচা মাংস বিক্রির অপরাধে রাজধানীর কাপ্তান বাজারে ৫ ব্যবসায়ীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৪টি দোকান সিলগালা করে দিয়ে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ১৭ মে শুক্রবার দুপুরে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সারওয়ার আলম বলেন, কাপ্তান বাজারে কিছু অসাধু মাংস ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ও পচা মাংস বিক্রি করছে- এমন অভিযোগের ভিত্তিতেই আজ সেখানে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে মেয়াদোত্তীর্ণ ও পচা মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে ৫ মাংস ব্যবসায়ীকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় চারটি দোকান সিলগালা করা হয়েছে এবং এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।]]>
