Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / জরুরী সংবাদ / টাঙ্গাইলে রেল লাইন দেবে গেছে:ঝুকিতে চলছে ট্রেন

টাঙ্গাইলে রেল লাইন দেবে গেছে:ঝুকিতে চলছে ট্রেন

গত কয়েক দিনের ভারী বর্ষণে টাঙ্গাইলে কালিহাতীতে পৌলী রেল সেতুর উত্তর পাশের লাইনের একটি অংশ দেবে গেছে। এতে ব্যাহত হচ্ছে ঢাকার সাথে উত্তরের রেল যোগাযোগ।

শুক্রবার সকাল থেকেই সেতুর ওই দেবে যাওয়া অংশ মেরামতের কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে সেতুটি দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে।

আগামী ৬০ দিন পৌলী রেল সেতুর উপর দিয়ে ঘণ্টায় সাত কিলোমিটার বেগে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রেল বিভাগ জানায়, পৌলী রেল সেতুর ওই অংশটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দীর্ঘ একমাস ধরে সংস্কার কাজ চালাচ্ছিল কর্তৃপক্ষ। সংস্কার কাজের মাঝেই গত কয়েকদিন ধরে চলা টানা বর্ষনে সেতুর উত্তর পাশের অ্যাপ্রোচ অংশে দেবে যায়। এতে সেতুটি ট্রেন চলাচলের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, ভারী বর্ষণের কারণে সেতুর নিচের মাটি সরে গেছে। এতে সাবধানতার জন্য ওই সেতুর উপর দিয়ে ১০ কিলোমিটার গতিতে রেল পারাপারের নির্দেশ দেওয়া হয়েছে। ওই অংশে চলাচল স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে। এতে ট্রেন চলাচলে কিছুটা ব্যাহত হচ্ছে। আশা করছি দ্রুতই মেরামত কাজ শেষ হবে।

২০১৭ সালে ২০ আগস্ট এই রেল সেতুটির দক্ষিণ পাশে অ্যাপ্রোচ অংশে ৩০ মিটার ধসে যায়। এ সময় স্থানীয়দের সতর্কতা ও তৎপরতায় ঢাকাগামী নীলসাগর ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। সংস্কার কাজ শেষে ৩৬ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ শুরু হয়েছিলো।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *