আলেম-ওলামারা প্রধামন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধভাবে জাতির কাছে সঠিক তথ্য উপস্থাপন করায় দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার বিকালে বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির আল্লামা হাবিবুর রহমানের স্বরণে জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর নাট্যমঞ্চের কাজী রফিক মিলায়নায়তনে এ সম্মেলন হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম। তার প্রমাণ, আজকের অনুষ্ঠানে হাজারো আলেম-ওলামাদের ঢল নেমেছে। আপনারো (আলেম ওলামারা) সঠিক ভূমিকা পালন করলে দেশ অনেক এগিয়ে যাবে। জঙ্গিবাদ মোকাবেলায় আপনারা অনেক সহযোগিতা করেছেন। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন এবং হাদীসের কোথাও মানুষ হত্যা করার কথা লেখা নেই।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ডের সহ সভাপতি শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী, বিশেষ অতিথি ছিলেন সিলেটের সাবেক মেয়র বদর উদ্দীন আহমেদ কামরান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শরাফত হোসেন, অনুষ্ঠানের সভাপত্বি করেন খেলাফত মজলিসের সভাপতি ইসমাঈল নুরপুরী, কেন্দ্রীয় নেতা হজরত মাওলানা সামিউর রহমান মুসা প্রমুখ।