চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে ছয় বছরের এক শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় আসামি আব্দুল মালেককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে তাকে যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৩ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।
আব্দুল মালেক ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার সোনাতনপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আব্দুল মালেক। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি যশোরে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। এরপর পুলিশ ঝিকরগাছা উপজেলার নোয়ালি গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
জেলার পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে ও গোপন সূত্রে আব্দুল মালেকের অবস্থান নিশ্চিত হওয়ার পর চুয়াডাঙ্গা সদর থানার একটি দল তাকে ঝিকরগাছা থেকে গ্রেপ্তার করে।
গত বুধবার (১০ জুলাই) দুপুরে গোপিনাথপুরের এক ভ্যানচালকের ছয় বছরের শিশুকন্যাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের জনশূন্য বাড়িতে নিয়ে পাশবিক লালসা চরিতার্থ করেন আব্দুল মালেক। এরপর শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাতে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই তার মা বাদী হয়ে আব্দুল মালেকের নামোল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেন।