Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / অপরাধ / সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-১

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-১

সিরাজগঞ্জের বেলকুচিতে নষ্ট বাল্ব ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (১৮) নামে এক তাঁত শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে বেলকুচি সদর ইউনিয়নের সাহাপুর এলাকার সরকারি হাঁস প্রজনন কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মোহাম্মদ আলী উপজেলার দেলুয়ার চর এলাকার মন্টু শেখের ছেলে।

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ সুলতান গণমাধ্যমকে জানান, সরকারি হাঁস প্রজনন কেন্দ্রের ভেতরে বৈদ্যুতিক খুঁটির একটি বাল্ব নষ্ট ছিল। তখন কোনো এক ব্যক্তি মোহাম্মদ আলীকে ডেকে বাল্বটি ঠিক করতে খুঁটিতে তুলে দেয়। এক পর্যায়ে মোহাম্মদ আলী বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই মারা যান। পরে ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

About digitalbanladesh2

চেক

বাংলাদেশ পুলিশ বাহিনীতে টিআরসি নিয়োগ: পরীক্ষার সময়সূচি ও প্রস্তুতি নির্দেশনা

চাকরি ডেস্ক, 16 মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *