একটি হত্যা মামলার শুনানি চলাকালে বিচারকের সামনে এক আসামির ছুরিকাঘাতে খুন হয়েছেন অপর এক আসামি। ঘটনাটি ঘটেছে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে।
নিহত ব্যক্তির নাম ফারুক। আর ঘাতকের নাম হাসান। ফারুক কুমিল্লার লাকসাম উপজেলার অহিদুল্লাহর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। ঘাতক হাসান লাকসাম উপজেলার শহীদুল্লাহর ছেলে। ফারুক ও হাসান আপন মামাতো ফুফাতো ভাই। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের এজলাসে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সংঘটিত একটি হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলছিল। সাক্ষ্য দেওয়ার সময় ওই মামলার আসামি হাসান অন্য আসামি ফারুককে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক হাসানকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।