২০১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড। আসর শেষ হওয়ায় সব রেকর্ড নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। চলুন দেখে দেওয়া যাক আসরের শীর্ষ কিছু রেকর্ড-
সর্বোচ্চ রান- রোহিত শর্মা-ভারত-৬৪৮
সর্বোচ্চ স্কোর-ডেভিড ওয়ার্নার-অস্ট্রেলিয়া-১৬৬
সবচেয়ে বেশি উইকেট-মিচেল স্টার্ক-২৭ উইকেট
সবচেয়ে বেশি ছক্কা- ইয়ন মরগান (২২)
সবচেয়ে বেশি বাউন্ডারি-রোহিত শর্মা (৬৭)
সর্বোচ্চ দলীয় স্কোর-ইংল্যান্ড-৩৯৭/৬-প্রতিপক্ষ-আফগানিস্তান
সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়-আফগানিস্তান-১৫০ রান-প্রতিপক্ষ ইংল্যান্ড
এক ম্যাচে সর্বোচ্চ রান- অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ-৭১৪
মোট ছক্কা-৩৫৯
মোট উইকেট-৬৭৫