জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে খোলা শোক বইয়ে লিখে নিজের অভিব্যক্তি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।
সোমবার (১৫ জুলাই) ঢাকার ভারতীয় কমিশন এ তথ্য জানায়।
বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর ঘটনায় বনানীর জাতীয় পার্টি অফিসে একটি শোক বই খোলা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ রোববার (১৪ জুলাই) সকালে রাজধানীর সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন।