পাবনা থেকে শামীমা হক: পাবনার সাঁথিয়ায় সোমবার উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম। উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খেলাধূলার ওপর অধিক গুরুত্ব দিয়েছেন। তৃণমূল পর্যায় থেকে খেলোয়ার সৃষ্টির লক্ষে এই খেলার সূত্রপাত করা হয়েছে। প্রমিলা ফুটবল দল এখন বহির্বিশ্বে খ্যাতি অর্জন করেছে। তিনি আরো বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় ক্রিকেট খেলায় বাংলাদেশ দল পৃথিবীতে অনন্য অবস্থানে পৌঁচেছে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার আহবান জানান।
খেলা পরিচালনা করেন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক শফিকুল ইসলাম রিপন।
উল্ল্যেখ্য, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রতিযোগিতায় সাঁথিয়ার টীম জাতীয় পর্যায়ে ২০১৭ সালে রানার্সআপ ও ২০১৮ সালে তৃতীয় স্থান অধিকার করে।
