রাজধানীর খিলক্ষেত ও গেন্ডারিয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দু’জন নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুলাই) দুপুর ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা রেলওয়ে থানা পুলিশের সদস্যরা।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) রুশো বণিক গণমাধ্যমকে জানান, দুপুরে খিলক্ষেত বনরূপা রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারী নিহত হয়েছেন।
তিনি জানান, ওই নারী রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
এদিকে, বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মরদেহ দু’টির আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান এসআই রুশো।