Sunday , April 20 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত

পাবনা থেকে শামীমা হক: ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের এগারো যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বর ও কনে রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। দুর্ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে পঞ্চক্রোশী এলাকার বেতকান্দি অরক্ষিত রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেন (৫৫) ও তার ছেলে আজম (২২) ও কামারখন্দের জামতৈল গ্রামের মন্টু সেখের ছেলে মাইক্রোচালক স্বাধীন (২৮)।

স্থানীয়রা জানান, অরক্ষিত ওই রেল ক্রসিং অতিক্রম করছিল পদ্ম এক্সপ্রেস ট্রেন। এ সময় বরযাত্রীবাহী ওই মাইক্রোবাসটিও ক্রসিং অতিক্রমকালে ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে এ দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দুর্ঘটনার পর থেকে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *