সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের নয় যাত্রী নিহতের ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের দফতরের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় পাকশী বিভাগীয় রেলওয়ে দফতর থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
এরআগে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, তদন্ত কমিটিতে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুনকে আহবায়ক করে চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আরিফুল ইসলাম টুটুল, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) অশোক রায়, পাকশী বিভাগীয় রেলওয়ে মেডিক্যাল অফিসার এস কে রায়।
পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আরিফুল ইসলাম টুটুল গণমাধ্যমকে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।