বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে দিনভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সংবাদ সম্মেলন করে একথা জানান বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।
এসপি জানান, সকাল সাড়ে নয়টার পর পুলিশ মিন্নিকে নিয়ে আসে। দিনভর জিজ্ঞাসাবাদে রিফাত হত্যায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এরপরই তাকে আজ রাত নয়টায় গ্রেপ্তার দেখানো হয়। আগামীকাল বুধবার তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান এসপি।