Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / জরুরী সংবাদ / আয়কর রিটার্ন জমা না দেয়ায় পাবনার চাটমোহরে শিক্ষক কর্মচারির বেতন স্থগিত

আয়কর রিটার্ন জমা না দেয়ায় পাবনার চাটমোহরে শিক্ষক কর্মচারির বেতন স্থগিত

পাবনা থেকে শামীমা হক: আয়কর রিটার্ণ দাখিল না করায় পাবনার চাটমোহরের ৮৭টি বেসরকারি স্কুল, মাদ্রাসা এবং কলেজের দেড় হাজার শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা প্রদান বন্ধ রেখেছেন চাটমোহর সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। ফলে ঈদের আগে বেতন বন্ধ রাখায় নানাবিধ সমস্যায় পড়ে মানবেতর জীবনযাপন।

উপ-কর কমিশন পাবনা থেকে পাঠানো পত্রে নিষেধাজ্ঞা আরোপ করায় বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে,বলেছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শফিকুল ইসলাম।

চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন, বিষয়টি নিয়ে উপ-কর কমিশন এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
তিনি জানিয়েছেন, উপজেলায় এবদেতায়ী, দাখিল, আলীম ও ফাজিল মিলিয়ে মোট মাদ্রাসা রয়েছে ৩০টি। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক মিলিয়ে স্কুল রয়েছে ৪০টি। সাধারণ কলেজ ৭টি, বিএম ও কারিগরি কলেজ ৯টি এবং স্কুল এ- কলেজ রয়েছে ১টি। এর মধ্যে মাদ্রাসায় ৪৫৭জন, স্কুলে ৪২৫জন, সাধারণ কলেজে ৩৬২ জন এবং একটি স্কুল এ- কলেজে কর্মরত রয়েছেন ৬৪জন শিক্ষক-কর্মচারী।

মাধ্যমিক এই শিক্ষা কর্মকর্তা আরও বলেন,সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করবে,অথচ আয়কর দেবে না; সেটা হয় না। আয়কর রিটার্ণ করলে বেতন পাবেন তারা (শিক্ষকেরা)।
যাদের বেতন ১৬ হাজার টাকার কম, তাদের আয়কর রিটার্ণ দাখিল করতে হবে না। শুধুমাত্র ১৬ হাজার টাকার উপরে বেতনপ্রাপ্তদের এটা দিতে হবে।
সোনালী ব্যাংক চাটমোহর শাখার ব্যবস্থাপক বলেছেন,আয়কর রিটার্ণ দাখিলকারীদের কেবল বেতন-ভাতা প্রদানের কথা বলা হয়েছে উপ-কর কমিশন পাবনার ওই চিঠিতে। আয়কর রিটার্ণ দাখিল করেননি যেসব শিক্ষক-কর্মচারি, তাদের বেতন-ভাতা বন্ধ রাখতে বলা হয়েছে। তিনি বলেন, ১৬ হাজার টাকার কম যাদের বেতন তারা বেতন তুলতে পারছেন, তাদের বেতন-ভাতা বন্ধ রাখা হয়নি।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *