পাবনা থেকে শামীমা হক: পাবনার সাঁথিয়ায় শুক্রবার (১৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৪ জন মাদক ব্যবসায়ী সহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্বার করে।
অপরদিকে একজন দেহ ব্যবসায়ীসহ দালালকে স্থানীয়রা আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
থানার ওসি তদন্ত আব্দুল রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়ার ফকিরপাড়া গ্রামের জামালের ছেলে রফিকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, উপজেলার সাঁথিয়া ফকিরপাড়া গ্রামের মৃত জামালের ছেলে রফিকুল ইসলাম (৩৫), চক কোনাবাড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে আজমত (৩৮), কাশিয়াবাড়ি গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে আসলাম (৪২), বোয়াইলমারী মধ্যপাড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে ইকবাল হোসেন (৩৪) ও অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত চক মধুপুর গ্রামের মৃত দিলু প্রামানিকের ছেলে ওসমান (৭০) এবং পটুয়াখালী জেলার আসান নগর গ্রামের আবুল কালামের মেয়ে মিনারা বেগম (৪০) ।