ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দীঘা গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (২০ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার দীঘা গ্রামের মৃত ইব্রাহীম কাজলের স্ত্রী নিলুফা আক্তার বাথরুম গেলে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয় । পরে তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । তবে কি কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে সে বিষয়ে কেউ নিশ্চিত হতে পারেনি। গলাকাটা চক্রের কাজ বলে এলাকায় প্রচার হলেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
নিলুফা আক্তারের মেয়ে প্রেমা আক্তার জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মা বাথরুমে যায়, হঠাৎ মায়ের চিৎকার শুনে আমরা দৌড়ে বাথরুমের দিকে যাই। গিয়ে দেখি মায়ের সারা শরীর রক্তাক্ত। মা চিৎকার করতে করতে বলে এক মহিলা তাকে পিছন থেকে জড়িয়ে ধরে ছুরি দিয়ে গলা কাটতে চেয়েছিল।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনার বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।