Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / অপরাধ / টাঙ্গাইলে ছেলে ধরা সন্দেহে এক যুবককে গণপিটুনী

টাঙ্গাইলে ছেলে ধরা সন্দেহে এক যুবককে গণপিটুনী

টাঙ্গাইলে ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করে।

রোববার (২১ জুলাই) সকালে সদর উপজেলার গালা ইউনিয়নের কান্দিলা বাজারে এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মজনু মিয়া জানান, সকালে খবর পেয়ে বাজারে গিয়ে তিনি দেখেন ওই যুবককে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। পরে তিনি পুলিশকে বিষয়নি জানান। পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

টাঙ্গাইল সদর ফাঁড়ির পরিদর্শক (ওসি-তদন্ত) মোশারফ হোসেন গণমাধ্যমকে জানান, ছেলে ধরা সন্দেহে কান্দিলা বাজারে এক যুবককে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
প্রাথমিকভাবে তাকে মানসিক প্রতিবন্ধী মনে হচ্ছে। সুস্থ্য হওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত বলা যাবে।

ওসি বলেন, এ বিষয়ে জনগণকে সচেতন করতে টাঙ্গাইল শহরে মাইকিং করা হবে। কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর না করে পুলিশকে খবর দেওয়ার জন্য অনুরোধ করা হবে।

About digitalbanladesh2

চেক

শাহবাগে ধর্ষণবিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ছাত্রনেতাদের বিরুদ্ধে মামলা

রাজনৈতিক ডেস্ক, 17 মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):রাজধানীর শাহবাগে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *