পাবনা থেকে শামীমা হক: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২১ জুলাই) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে পাবনার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন পাবনা ডেভেলপমেন্ট ফোরাম (পিডিএফ)।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, পাবনা ডেভেলপমেন্ট ফোরামের প্রধান উপদেষ্টা মাহাফুজুর রহমান শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ আদনান, পিডিএফ’র কার্যকারী সদস্য আফ্রিদা জাহান বর্ষা, মুশফিক পারভেজ, নওরিন জামান নিধি সহ অন্যান্যরা।পিডিএফ’র প্রধান উপদেষ্টা মাহাফুজুর রহমান শ্রাবণ বলেন, প্রচলিত আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় ধর্ষকরা ধর্ষণ করে বেঁচে যাচ্ছে। ফলে তারা আবারও ধর্ষণের মতো নিকৃষ্টতম অপরাধে লিপ্ত হচ্ছে। এসব কারণেই প্রতিদিন বাড়ছে ধর্ষণ ও শিশু নির্যাতন। বক্তারা আরও বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা গেলে এবং নারী ও শিশু নির্যাতন দমনে কঠোরতর আইন প্রণয়ণ করলে এসব অপরাধ কমানো সম্ভব। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । মানববন্ধনের সভাপতিত্ব করেন পাবনা ডেভেলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা আল মুকসিত সাবিত ।
