কুষ্টিয়ার দৌলতপুরে ছেলেধরা সন্দেহে হাসিনা বেগম নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধাকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
সোমবার (২২ জুলাই) সকালে দৌলতপুর থানার পার্শ্ববর্তী শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হাসিনা বেগম (৬০) মানসিক ভারসাম্যহীন। তিনি দৌলতপুর মাস্টারপাড়া গ্রামের আশিকুর রহমান রনির শাশুড়ি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান গণমাধ্যমকে জানান, জামাতা আশিকুরের বাড়িতে থেকে হাসিনা বেগম চিকিৎসাধীন ছিলেন। সকালে সবার অজান্তে হাসিনা বেগম বাড়ি থেকে বের হন। তিনি শিতলাইপাড়া গ্রামে গেলে সেখানকার লোকজন ছেলেধরা সন্দেহে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় হাসিনা বেগমকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। পরে তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।