ঢাকার ধামরাইয়ে পৃথক ঘটনায় নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুলাই) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা গণমাধ্যমকে বিষয়টি জানান।
জানা যায়, রোবরার (২১ জুলাই) রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে পরকিয়ার জেরে আবুল কালাম আজাদ (২৭) নামে এক প্রবাসী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে।
অপরদিকে, একই ইউনিয়নের আটি মাইঠান গ্রাম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে তারা আলাদা থাকতেন। পরে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, সোমবার সকালে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের ফড়িংগা গ্রামে থেকে হাফেজা আক্তার (১৯) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা গণমাধ্যমকে বলেন, ঘটনাগুলোর বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।