কক্সবাজারের টেকনাফে সাত লাখ ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের জালিয়ার দ্বীপ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ কোস্টর্গাড স্টেশন কমান্ডার লে. মো. সোহেল রানা জানান, গোপন সংবাদে জানতে পারি মিয়ানমার হতে বাংলাদেশে একটি ইয়াবার বড় চালান নাফনদীর জালিয়া-দ্বীপ সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করতে পারে। এমন সংবাদে আমার নেতৃত্বে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টায় দুইটি টহলদল জালিয়ার দ্বীপ এলাকার আশপাশে অবস্থান করি। হঠাৎ একটি কাঠের নৌকা দিয়ে তিনজন লোক জালিয়ার দ্বীপের দিকে আসছে। দেখা মাত্র নৌকাটিকে ধাওয়া দিলে তারা নৌকাটি পানিতে ডুবিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে নৌকাটি পানি থেকে উদ্ধার করা হলে সেখানে ছয়টি ইয়াবার বস্তা পাওয়া যায়। বস্তাগুলোতে সাত লাখ ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার সাথে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।