নড়াইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নাজমুল হোসেন বাবু (৪০) নামে এক জনকে আটক করেছে পুলিশ।
তিনি নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার মৃত মোহর আলী সরদারের ছেলে।
শুক্রবার (২৬ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এর আগে বৃহস্পতিবার রাতে শহরের মহিষখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের পদ্মাসেতু নির্মাণ কাজের জন্য এক লক্ষাধিক মানুষের মাথা প্রয়োজন বলে অপপ্রচার চালিয়েছেন আটক নাজমুল হোসেন বাবু। এর সঙ্গে কাজী হাসানুজ্জামান মিন্টুসহ অজ্ঞাতনামা ৩৫/৪০ জন এ তথ্য আদান প্রদানের সঙ্গে জড়িত বলেও জানান তিনি। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসময় জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।