সিলেটে বরযাত্রীবাহী গাড়ি খাদে পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
নিহতরা হলেন- মা সালমা বেগম (৩০) ও তার শিশু কন্যা হাবিবা বেগম (৬)।
শুক্রবার (২৬ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের যুগীরগাঁও গ্রামের আমীর আলীর স্ত্রী ও মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রী বহনকারী মাইক্রোবাসটি বিশ্বনাথে একটি বিয়ের অনুষ্ঠান থেকে যুগীরগাঁও ফিরছিল। ঘটনাস্থলে পৌঁছামাত্র বরযাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সালমা ও তার শিশুকন্যা হাবিবা।
দুর্ঘটনায় নিহত সালমার আরেক মেয়ে জান্নাত (১৬), একই গ্রামের শাহনাজ বেগম (৩৫) ও খায়রুন নেছা (৩০) আহত হয়েছেন।
সিলেট নগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ জনতার সহায়তায় হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস দু’টি উদ্ধার করা হয়েছে।