উত্তরাঞ্চলীয় প্রতিনিধি: আদালতের আদেশ না জানায় এবং মিল্কভিটা থেকে আগাম খবর না পাওয়ায় আজ সোমবার (২৯ জুলাই) সকালে বরাবরের মতো মিল্ক ভিটা কোম্পানির কাছে দুধ বিক্রি করতে যান শাহজাদপুরের বাঘাবাড়ির খামারিরা। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা মেনে দুধ না কেনায় বিপাকে পড়েন তারা। এতে বিপুল পরিমাণ দুধ খুচরা বাজারে বিক্রি করতে না পেরে খালে ফেলে দেন খামারিরা।
গতকাল রোববার (২৮ জুলাই) বিএসটিআই অনুমোদিত ১৪টি কোম্পানিকে ৫ সপ্তাহের জন্য দুধ উৎপাদন ও বিপণন বন্ধের নির্দেশ দেন উচ্চ আদালত। কেবল সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিদিন ৩ লাখ লিটার দুধ উৎপাদন হয়। এর মধ্যে মিল্ক ভিটা ১ থেকে দেড় লাখ লিটার দুধ সংগ্রহ করে।