Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / অপরাধ / সিরাজগঞ্জে তিন নারী জেএমবি সদস্যের কারাদণ্ড

সিরাজগঞ্জে তিন নারী জেএমবি সদস্যের কারাদণ্ড

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি: সিরাজগঞ্জে তিন নারী জেএমবি সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৭ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক বেগম সালমা খাতুন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিয়া তাবাসুম রানী (৩০), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোচাদহ দক্ষিণপাড়া গ্রামের মামরুল ইসলাম সরদারের স্ত্রী রুনা বেগম (১৯) ও বগুড়া জেলার শাহজানপুর থানার পরানবাড়িয়া গ্রামের সুজন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১)।

ওই আদালতের এপিপি অ্যাডভোকেট মশিউর রহমান চৌধুরী জানান, ২০১৬ সালের ২৩ জুলাই সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লার হুকুম আলীর ভাড়া বাসায় গোপন বৈঠক চলাকালে চার নারী জেএমবি সদস্যকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি ককটেল, গ্রেনেডের ৪টি খোলস, ৯টি জিহাদী বই, ডেটনেটর, সুইচসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রওশন আলী বাদী মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ দুপুরে তিনজনের বিরুদ্ধে এ রায় দেন। মামলার অপর আসামি বগুড়া জেলার শাহজানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার রুমা (১৮) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে কিশোর আদালতে হস্তান্তর করা হয়েছে।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *