রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ জামিন আবেদন নামঞ্জুর করেন।
মিন্নির জামিন আবেদন জজ আদালতেও নাকচ হয়ে গেছে। এর আগে জেলা হাকিম আদালতে মিন্নির জামিনের আবেদন নাকচ হয়।
আজ মঙ্গলবার দুপরে জামিন আবেদনের ওপর শুনানি শেষ করে বরগুনার জেলা ও দয়েরা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন।