ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থামছেই না। প্রাণঘাতি এই রোগ একের পর এক কেড়ে নিচ্ছে প্রাণ। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে পুলিশের একজন নারী উপপরিদর্শকের (এসআই) নাম। তার নাম কোহিনুর আক্তার নিলা।
বুধবার রাত সোয়া একটার দিকে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত কোহিনূর।
কোহিনুরের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তার দেড় বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে।