চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে ম্যাক করপোরেশন নামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাসে আক্রান্ত হয়ে তিনজন শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার আমজাদ ব্যাপারীর ছেলে নান্টু হোসেন (২৪), একই উপজেলার গফফার মাতব্বরের ছেলে মোহাম্মদ রাসেল (২৫) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া উপজেলার আবু তাহেরের ছেলে ছবিদুল (২৬)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, জাহাজের ভেতরে একটি ট্যাংকার খুলতে গিয়ে সেখানে জমে থাকা অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে থাকা শ্রমিকরা অজ্ঞান হয়ে পড়েন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁডির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, সীতাকুণ্ডের একটি ইয়ার্ড থেকে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা গ্যাসে আক্রান্ত হয়ে নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।