রবিউল ইসলাম (৫৫) নামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার বড়ভিটা শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
জলঢাকা উপজেলার কলেজপাড়ার নিজবাসায় আজ (বুধবার) সকালে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে এর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
রবিউল ইসলামের বাড়ি জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের বিজলীডাঙ্গা গ্রামে। বাবার নাম আবুল হোসেন।
এলাকাবাসী জানান, রবিউল ইসলামের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বড় মেয়ে একটি প্রাইভেট মেডিকেল কলেজের ছাত্রী, আর ছোট ছেলে এবার এইচএসসি পরীক্ষা দেবে। ছোট ছেলের লেখাপড়ার কারণে স্ত্রী জেলার সৈয়দপুর শহরে থাকেন। রবিউল ইসলাম জলঢাকায় একাই থাকতেন। তবে বাসার পৃথক দুই ইউনিটে দুটি পরিবার ভাড়া থাকে।