Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / পাবনার বেড়া বাসস্ট্যান্ড এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পাবনার বেড়া বাসস্ট্যান্ড এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি: পাবনার বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড ও মহাসড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টার থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

সড়ক ও জনপদ অধিদপ্তরের ‘এস্টেট ও আইন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড ও মহাসড়কের দুইপাশে এলাকায় অভিযান কালে প্রায় দুই শতাধিক কাঁচা, পাকা, সেমিপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ অভিযানে সড়ক ও জনপথ বিভাগ ছাড়াও পুলিশ, দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও গ্যাস কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ বিষয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের ‘এস্টেট ও আইন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ফারুকী বলেন, এসব মহাসড়ক ফোর লেনে উন্নত করার কাজ শুরু হবে। তাছাড়া জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। বিকাল পাঁচটায়ও দেখা যায় এই উচ্ছেদ অভিযান অব্যহত রয়েছে।
সড়ক বিভাগ জানায়, ৪দিন ব্যাপী এই উচ্ছেদ অভিযান কর্মসুচি চলবে।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *