Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / রাজনীতি / আওয়ামী লীগ / শুরু হলো শোকের মাস আগস্ট

শুরু হলো শোকের মাস আগস্ট

শুরু হলো শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের এই মাসেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। শোকের মাসটিকে স্মরণ করতে প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ১২ টা এক মিনিটে ধানমণ্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এসময় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগরের নেতাকর্মীরা অংশ নেন। পরে জাতির জনককে স্মরণ করে মোমবাতি প্রজ্বলন করা হয়। এতে স্বেচ্ছাসেবকলীগ ছাড়াও আওয়ামী লীগের অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এসময় সবাইকে জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শে জীবন গড়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান নেতারা। শোকাবহ আগস্ট ঘিরে সারাদেশে ম্যাসব্যাপী কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *