নাব্যতা সংকটের কারণে টানা সাত ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বিকল্প চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এরআগে, বুধবার (৩১ জুলাই) রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে ফেরি চললেও রাত ১২টা থেকে নাব্যতা সংকট দেখা দেয়। তখন থেকে সকাল ৭টার আগ পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে বিকল্প চ্যানেল চালু করে সকাল ৭টার দিকে ফেরি চলাচল শুরু করে।