পাবনা থেকে এস,এম শামিমা হক: পাবনার বেড়াবাসীর বহু প্রতিক্ষিত ডায়াবেটিক সমিতির আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হোসেন এমপি।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টম্বর) বিকালে বেড়া টাউন ক্লাবে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এড,শামসুল হক টুকু এমপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেড়া পৌর সভার মেয়র ও মেয়র এ্যাসোশিয়েন অব বাংলাদেশ ম্যাব এর সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন, ডা:মেহদী হাসান সিভিল সার্জন পাবনা, বেবী ইসলাম সভাপতি পাবনা ডায়াবেটিক সমিতি, ইউএনও বেড়া, এডিশনাল এসপি বেড়া সার্কেল প্রমুখ।
