উত্তরাঞ্চলীয় প্রতিনিধি: ১৫ দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে অচল হয়ে পড়েছে বাঘাবাড়ি তেল ডিপো। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার গ্রাহক।
আজ রোববার (১ ডিসেম্বর) সকাল থেকে উত্তরাঞ্চেলের সর্ববৃহৎ বাঘাবাড়ি তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। ডিপো থেকে ছেড়ে যায়নি কোনো ট্যাংকলরি। এতে করে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় তেল সরবরাহ এবং বিপণন সম্পপুর্ণ ভাবে বন্ধ রয়েছে।
বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, ১৫ দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। সরকার বার বার প্রতিশ্রুতি দিয়েও আমাদের দাবি মেনে নেয়নি। এ কারণে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্যপরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘটের আহ্বান করেছে। রোববার সকাল থেকে স্বতস্ফূর্তভাবে ধর্মঘট পালন করছে শ্রমিকরা।
এদিকে পেট্রোল পাম্পগুলোতে তেল বিপণন বন্ধ থাকায় বিপাকে পড়েছে গ্রাহকেরা। ধর্মঘটের খবর জানা না থাকায় তেল নিতে এসে গ্রাহকদের ফিরে যেতে দেখা গেছে।
