Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / অপরাধ / হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি ৪৫০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি ৪৫০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি ৪৫০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। আটক ওই যাত্রীর নাম হিমেল খান।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) কাস্টমস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান গ্রহণ করে নজরদারি শুরু করেন। একপর্যায়ে গতকাল সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইক-৫৮৪ যোগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় আসেন হিমেল খান নামে ওই যাত্রী। ০৫এ নম্বর আসনে থাকা হিমেলকে তল্লাশি করা হলে তার ব্যাগে ৭২ পিস সোনার বার ও ৯৮ গ্রাম সোনার অলঙ্কার পাওয়া যায়। সোনার সর্বমোট ওজন আট কেজি ৪৫০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় চার কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।
বিমানবন্দর কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক সোনার ব্যাপারে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *