Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / অপরাধ / পাবনায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

পাবনায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি: পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিন শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
র‌্যাবের দাবি, নিহত আমিন শেখ তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সদর থানায় তিনটি করে হত্যা ও অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে।
নিহত ডাকাত উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের এসকেন শেখের ছেলে।
র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার গণমাধ্যমকে জানান, রাজাপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে চালায় র‌্যাব।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকতরা গুলি করলে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি রাম দা, একটি চাপাতি ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *