উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : পাইলট প্রকল্পের আওতায় পাবনায় মডেল ফার্মেসী ও মডেল সোপ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬’ডিসেম্বর) বিকেলে মডেল ফার্মেসী ও মডেল সোপ এর শুভ উদ্বোধন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান। তিনি বলেন মানব জীবন বাঁচাতে ঔষধের গুরুত্ব অপরিসীম। ভোক্তাদের নিকট সঠিক আদ্রতায় এবং মানসম্মত ঔষধ সরবরাহের লক্ষে এই মডেল ফার্মেসী ও মডেল সোপ এর উদ্বোধন করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন পাবনার সুপার কে এম মুহসীনিন মাহবুব, স্কয়ার ফার্মাসিটিক্যাল লিঃ এইচ আর ম্যানেজার তানজিরুল ইসলাম, মেডিসিন ডিপোর স্বত্বাধিকারী ও বিডিএস সদস্য সুলতান মাহমুদ, বিডিএস সদস্য তারেক ইবনে আনছার, এফ এম হুমায়ুন কবির খোকন, সাইদুর রশিদ খান পিন্টু ও মাহবুবুল রতন প্রমুখ।
প্রকল্পের আওতায় পাবনায় প্রাথমিক পর্যায়ে মেডিসিন ডিপোকে মডেল ফার্মেসী এবং ঔষধ বিপনি ও মা মেডিসিন কর্ণার কে মডেল সোপ হিসাবে উদ্বোধন করা হয়।
চেক
ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে
অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …