উত্তরাঞ্চলীয় প্রতিনিধি: ২০১৯ সালে সব চাইতে আলোচিত বিষয় ছিল পেঁয়াজ। সর্বকালের রেকর্ড ভঙ্গ করে দাম বেড়েছে পেঁয়াজের।
ভারত পেঁয়াজ রপ্তানী বন্ধ করায় লাগামহীন ভাবে বেড়ে যায় দাম। ভোক্তাসহ সরকারকেও নাস্তানাবুদ হতে হয় পেঁয়াজের দাম নিয়ে। অবশেষে জরুরী ভিত্তিতে বিমানে করেও পেঁয়াজ আমদানী করতে হয় সরকারকে। জেল জরিমানা করেও সিন্ডকেটের শক্তিশালী বাহু ভাংতে ব্যর্থ হয় সরকার। বাজারে নতুন পেঁয়াজ উঠলেও আশানুরুপ দাম কমছে না।
পেঁয়াজের এই ঝাঁজ ২০২০ সালের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
