পাবনা থেকে এস,এম শামীমা হক: পাবনার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বেড়া বিপিন বিহারী হাই স্কুলের (বর্তমান সরকারী) এস এস সি ১৯৭০ ব্যাচের ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হলো আজ শনিবার ২৮ ডিসেম্বর।
সকাল আটটা থেকে স্কুল প্রাঙ্গনে শুরু হওয়া এই অনুষ্ঠান চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
প্রায় পঞ্চাশ বছর পর সকল বন্ধু একত্রিত হয়ে ফিরে যায় সেই সত্তর সালের স্মৃতিচারণে। আড্ডা আর আড্ডায় শেষ হয়ে যায় দিনটি।
পবিত্র কোরআন তেলাওয়াত আর গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুভসুচনা ঘোষণা করা করা হয়। এর পর এই স্কুলেই সমাহিত এবং এই স্কুলেরই ছাত্র শহীদ আব্দুল খালেকের মাজার জিয়ারত ও মোনাজাত করা হয়। এসময় শহীদ আব্দুল খালেকের ছোট ভাই বেড়া পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করে।
আলোচনা পর্বে এই ব্যাচের শিক্ষক ৯৩ বছর বয়ষী আব্দুল ওয়াহাব স্যার ও আলাউদ্দিন স্যার অংশ গ্রহণ করেন।
মধ্যন্যভোজের পর আবার শুরু হয় আড্ডা ও স্মৃতিচারণ। গোটা আলোচনা পর্বের সভাপতিত্ব করেন বেড়া পৌরসভার মেয়র। আলোচনা পর্বে মৃত শিক্ষক ও সত্তর ব্যাচের মৃত ছাত্রছাত্রীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পরবর্তী অনুষ্ঠানে ছাত্রদের সহধর্মীনী ও শিক্ষকগনের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
আজকের এই অনুষ্ঠানকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য “স্মৃতি” নামের একটি স্যুভেনি প্রকাশ করা হয়।
