Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / অপরাধ / পাবনার সাঁথিয়ার বিতর্কিত সেই শিক্ষা কর্মকর্তার বদলীর আদেশ

পাবনার সাঁথিয়ার বিতর্কিত সেই শিক্ষা কর্মকর্তার বদলীর আদেশ

পাবনা থেকে এস,এম শামীমা হক: মুক্তিযোদ্ধা সম্পর্কে কটুক্তিকারী বহুল আলোচিত পাবনার সাঁথিয়ার সেই বিতর্কিত উপজেলা শিক্ষা কর্মকর্তা মর্জিনা পারভীনের অবশেষে বদলী আদেশ জারী করা হয়েছে। গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মোঃ আব্দুল আলীম (সহকারী পরিচালক প্রশাসন-১) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাঁথিয়া থেকে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বদলীর আদেশ দিয়ে ১৫ জানুয়ীর মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় ১৬ জানুয়ারী থেকে তাৎক্ষনিক অবমুক্ত বলে গণ্য হবেন। সম্প্রতি তিনি মুক্তিযোদ্ধা সম্পর্কে কটুক্তি করলে তার শাস্তি দাবি করে মুক্তিযৌদ্ধা সন্তান শিক্ষকগন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেন। মুক্তিযোদ্ধা সন্তান শিক্ষকদের তিনি বিভিন্ন সময়ে নানা ধরনের গালমন্দ ও অপমানসূচক কথা বলে মানসিক ভাবে আঘাত করেন এবং মুক্তিযোদ্ধা কোঠায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তিনি “সম্পূর্ণ অযোগ্য ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জঞ্জাল” বলে অভিহিত করেন। ইতোপূর্বে তিনি ঘুষ কেলেংকারিসহ নানা বিতর্কিত কর্মকান্ডের জন্ম দিলেও অদৃশ্য খুঁটির জোরে বহাল তবিয়তে সাঁথিয়াতে রয়ে যান ।
উল্লেখ্য, এই শিক্ষা কর্মকর্তা গত বছর ১৯ আগষ্ট তার অফিসের উচ্চমান সহকারি গোলজার হোসেনের মাধ্যমে প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হয়।
১৬ই ডিসেম্বর বিজয় দিবসে সাঁথিয়া উপজেলা প্রশাসন কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান স্থলে ২০/২৫জন মুক্তিযোদ্ধা সন্তান শিক্ষক হাজির হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপির নিকট শিক্ষা কর্মকর্তার মুক্তিযোদ্ধা সম্পর্কে দম্ভোক্তির কথা জানান। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এ্যাড. শামসুল হক টুকু বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে কেউ অবহেলা বা অবজ্ঞার দৃষ্টতা দেখালে তা কোন ক্রমেই বরদাস্ত কারা হবেনা। তিনি অবিলম্বে বিষয়টি তদন্ত করার জন্য সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেন। এই দুর্নীতিগ্রস্থ শিক্ষা কর্মকর্তার জন্য সাঁথিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দারুনভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় অবিলম্বে তাকে প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। তার অনিয়ম ও সেচ্ছাচারিতার কারণে ৩ জন উপজেলা সহকারি শিক্ষা অফিসার অন্যত্র বদলি হতে বাধ্য হন।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *