নিউজ ডেস্ক: শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন বিজয়ী হয়ে জেলার প্রথম নারী ইউপি চেয়ারম্যান হলেন আ’লীগ মনোনীত প্রার্থী নাজমুন নাহার।
সোমবার অনুষ্ঠিত নির্বাচন শেষে রাতে রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে নাজমুন নাহার ৭ হাজার ৯৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী মো. খলিলুর রহমান পেয়েছেন ৫ হাজার ৫৭৭ ভোট। এ ছাড়া আ’লীগের বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মো. সুরুজ্জামান এক হাজার ৯৯৫ ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী মো. আফছর আলী পেয়েছেন ৪৮ ভোট।
বিজয়ী হয়ে নাজমুন নাহার সাধারণ ভোটার এবং দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জেলা আ’লীগ সভাপতি স্থানীয় সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিকের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতেই ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি এলাকার উন্নয়নে নিজেকে সর্বদা নিয়োজিত রাখব। তিনি বলেন, এ নির্বাচনে আমার বিজয়ের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়নে দল এবং সাধারণের অঙ্গীকার আরো বেগবান হয়েছে।
