উত্তরাঞ্চলীয় প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে তুহিন পরিবহন ও সেজান এন্টারপ্রাইজ নামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ (৬৫) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।
আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের বনপাড়া কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুস সামাদ (৬৫) নাটোর সদর উপজেলার আগদিঘা কাটাখালী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুপুর ১২টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের বনপাড়া কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজের সামনে তুহিন পরিবহন ও সেজান এন্টারপ্রাইজ নামে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে উভয় বাসের অন্তত ২১ জন যাত্রী আহত হন। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ, বনপাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সামাদের মৃত্যু হয়।
