উত্তরাঞ্চলীয় প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন লালমনিরহাট কারাগারের জেলার মাসুদুর রহমান (৫০)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি অসুস্থতা অনুভব করলে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জেলার মাসুদুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি ২০১৬ সালের জুন মাস থেকে লালমনিরহাট কারাগারে জেলার পদে কর্মরত ছিলেন।
