স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সারাদেশে ১২ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর পরীক্ষায় নকল করার দায়ে বহিষ্কার হয়েছে ২২ শিক্ষার্থী।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।
দেশের তিন হাজার ৫১২টি কেন্দ্রে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষা শুরুর প্রথম দিন সোমবার (০৩ ফেব্রুয়ারি) এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও সহজ বাংলা প্রথমপত্রের পরীক্ষা হয়েছে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডে ভোকেশনালে বাংলা-২ (১৯২১) (সৃজনশীল) (নতুন সিলেবাস/পুরাতন সিলেবাস) ও বাংলা-২ (১৭২১) (সৃজনশীল) (নতুন সিলেবাস/পুরাতন সিলেবাস) বিষয়ের পরীক্ষা হয়।
পরীক্ষায় ঢাকা বোর্ডে এক হাজার ৮২৫ জন, রাজশাহীতে ৬৫৩ জন, কুমিল্লায় ৪৯৯ জন, যশোরে ৫৩৬ জন, চট্টগ্রামে ৪০০ জন, সিলেটে ৩৫৮ জন, বরিশালে ৩৫৪ জন, দিনাজপুরে ৪৭০ জন ও ময়মনসিংহ বোর্ডে ৩৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে চার হাজার ৮০৬ জন এবং কারিগরি বোর্ডে দুই হাজার ৬৮৪ জন পরীক্ষার্থী অংশ নেয়নি।
অন্যদিকে কারিগরি বোর্ডে ১২ জন, মাদ্রাসা বোর্ডে পাঁচজন, চট্টগ্রাম বোর্ডে দু’জন এবং যশোর, বরিশাল ও দিনাজপুর বোর্ডে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
