উত্তরাঞ্চলীয় প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৪টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজসহ চারজনকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার গভীর রাতে উপজেলার তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের সামনে থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে শহিদুল ইসলাম (৫১), একই গ্রামের খবির শেখের ছেলে আসাদুল (৩২)। এ ছাড়া এনায়েতপুর থানার আজুপাড়া গ্রামের জয়নাল সরকারের ছেলে দুলাল সরকার (২৫) ও একই থানার বেতিল চর গ্রামের সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৬)।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি করতোয়ার ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে ৪টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এরা সবাই অস্ত্র কেনাবেচার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
