Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / অপরাধ / পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

পাবনা থেকে এস,এম,শামিমা হক: নানা ধরণের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো গেছে।
অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগের সত্যতা, তদন্ত কমিটির সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তদন্ত ও সরকারি কাজে বাধাদানসহ নানা অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ১৫টি গাছ কাটার মামলায় গত ২৬ জানুয়ারি পাবনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ শুনানি শেষে অধ্যক্ষ মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে তিনি গত ৩০ জানুয়ারি পাবনা জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। গত ৪ ফেব্রুয়ারি শুনানি শেষে জেলা ও দায়রা জজ মো. মকবুল আহসান তার জামিন আবেদন মঞ্জুর করেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) তিনি কারাগার থেকে বের হন।
উল্লেখ্য, অধ্যক্ষ মিজানুর রহমানের নানা অনিয়ম, দুর্নীতি নিয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে বেশকিছু প্রতিবেদন প্রকাশিত হয়। তার বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ, মানববন্ধন, কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজ।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *