উত্তরাঞ্চলীয় প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার যমুনা নদীর শহর রক্ষা বাঁধ এলাকায় কার্টুনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যমুনা নদীর শহর রক্ষা বাঁধে পরিত্যক্ত অবস্থায় কার্টুনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার স্নিগ্ধা আক্তার গণমাধ্যমকে জানান, বিকেলে শহর রক্ষা বাঁধ এলাকায় খেলাধুলার সময় শিশুরা বস্তাভর্তি একটি কার্টুনে ওই নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা হচ্ছে, নবজাতকটিকে জন্মের পর হত্যা করে নদীর তীরে ফেলে গেছে দুর্বৃত্তরা। শিশুটির শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
