উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। আজ রবিবার (১৫ মার্চ) বিকেল পৌনে ৪টা থেকে পেঁয়াজবোঝাই ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে শুরু হয় এ আমদানি কার্যক্রম। পেঁয়াজ আমদানির কথা শুনে পেঁয়াজ কিনতে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন স্থানের পাইকাররা। অপরদিকে পেঁয়াজের আড়তগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে।
গেল বছরের ২৮ সেপ্টেম্বর পেঁয়াজ সংকট দেখিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। যার ফলে আটকে যায় হাজারো টন পেঁয়াজের এলসি। এতে ক্ষতির মুখে পড়তে হয় স্থানীয় পেঁয়াজ আমদানিকারকদের।
সম্প্রতি ভারত সরকার ২৬ ফেব্রুয়ারি পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ২৫ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে আবেদন করেন হিলির পেঁয়াজ আমদানিকারকরা। এর মধ্যে ৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। অনুমতি পাওয়া পেঁয়াজগুলো আজ বন্দর দিয়ে প্রবেশ করতে শুরু করেছে।
এদিকে দেশে উৎপন্ন নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম অনেক কমে গেছে। ভারত থেকে আমদানী করা পেঁয়াজের প্রভাবে দাম আরো কমে যাবে।
