উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক গৃহবধূকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি রবিবার গভীর রাতে এখানে ভর্তি হন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. আনোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, সোমবার সকালে তার লালার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাঁর স্বামী ডা. আলামিনকেও নজর দারিতে রাখা হয়েছে।
তিনি আরো জানান, ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. আল-আমিনের স্ত্রী। তিনি উপজেলার বামনঘীয়ালা গ্রামের বাসিন্দা।
