Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / অপরাধ / বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্তকৃত) আব্দুল মাজেদ কারাগারে

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্তকৃত) আব্দুল মাজেদ কারাগারে

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্তকৃত) আব্দুল মাজেদকে কারাগা‌রে পাঠা‌নোর নি‌র্দেশ দি‌য়ে‌ছেন আদালত।
আজ মঙ্গলবার (৭ এ‌প্রিল) দুপু‌রে ঢাকার চিফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জিস্ট্রেট (সিএমএম) আদাল‌তে নেওয়া হলে বিচারক এএম জুলফিকার হায়াত তা‌কে কারাগা‌রে পাঠা‌নোর আ‌দেশ দেন।
রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী হেমা‌য়েত উ‌দ্দিন খান হিরণ গণমাধ্যমকে ব‌লেন, বঙ্গবন্ধু হত‌্যা মামলায় মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মি মা‌জেদ‌কে ফৌজদারী কার্যবি‌ধির ৫৪ ধারায় গ্রেফতার দে‌খি‌য়ে আদাল‌তের মাধ‌্যমে কারাগা‌রে পাঠা‌নো হয়ে‌ছে। দণ্ডপ্রাপ্ত হওয়ায় এই মামলায় তা‌কে গ্রেফতার না দেখা‌নো পর্যন্ত কারাগা‌রে রাখার আ‌বেদন করা হ‌য়ে‌ছিল গ্রেফতারকারী সংস্থা কাউন্টার টেরোরিজমের পক্ষ থে‌কে। রাষ্ট্রপ‌ক্ষে আ‌বেদ‌নের বিষ‌য়ে শুনা‌নি‌তে আমরা ব‌লে‌ছি, এই আসা‌মি জা‌তির জনক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি। তিনি মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মি। তার দণ্ড উচ্চ আদালতে বহাল র‌য়ে‌ছে। এই মামলায় গ্রেফতার না দেখা‌নো পর্যন্ত তা‌কে কারাগা‌রে রাখা হোক। শুনা‌নি শে‌ষে আদালত আ‌বেদন মঞ্জুর ক‌রে তা‌কে কারাগা‌রে পাঠানোর আ‌দেশ দেন।
তি‌নি আরও ব‌লেন, আসা‌মি মা‌জেদ‌কে গ্রেফতার দেখা‌নোর বিষ‌য়ে খণ্ড ন‌থি দণ্ড প্রদানকারী আদাল‌তে (ঢাকার মহানগর দায়রা জজ আদালত) পাঠা‌নোর আ‌দেশ হ‌য়ে‌ছে। সেই আদালত থে‌কেই তা‌কে বঙ্গবন্ধু হত‌্যা মামলায় গ্রেফতার দেখা‌নো হ‌বে।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *